ভূগোল-ইউরোপ মহাদেশ

*** ইউরোপের আয়তন কত?
উত্তর: ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি।
*** ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত?
উত্তর: গোলার্ধে।
*** জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ?
উত্তর: দ্বিতীয়।
*** ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ?
উত্তর: ১৫.৭%।
*** আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম?
উত্তর: তৃতীয়।
*** ইউরোপের মোট উপকূল রেখা কত?
উত্তর: ৪১,২০৪ কি.মি।
*** আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান?
উত্তর: পাঁচ ভাগের একভাগ।
*** ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান?
উত্তর: ক্যাম্পিয়ান সাগর।
*** ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
উত্তর: ভলগা ।
*** ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি?
উত্তর: ভিসুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি)।
*** আয়তনে ইউরোপের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া (১,৬৯,৯৫,৮০০ বর্গ কি. মি)।
*** লোক সংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।