ভাষা ও সাহিত্য (2015-06-24)

01. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস (অবাঙ্গালি কর্তৃক রচিত)
– ‘ফুলমনি ও করুনার বিবরন’ (১৮৫২); রচয়িতা: হ্যানা ক্যাথরিন ম্যালেন্স।
02. ইতিহাস থেকে উপকরন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসজাতীয় গ্রন্থের রচয়িতা
– ভূদেব মুখোপাধ্যায়।
03. ‘কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা’- এই উদ্বৃতাংশটি যে কবির রচনা
– কাজী নজরুল।
04.  রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রকাশিত তার শেষ কাব্যগ্রন্থ
– শেষলেখা (১৯৪১)।
05. বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ
– তিলোত্তমাসম্ভব কাব্য।
06. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পের নাম
– অতসী মামী (প্রকাশিত হয় বিচিত্রা পত্রিকায়)।
07. রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক বলা হয়
– বুদ্বদেব বসুকে।
08. আমালার মামলা (১৯৪৯), তস্কর ও লস্কর (১৯৫৩) শওকত ওসমানের উল্লেখযোগ্য
– নাটক।
09. মুক্তিযুদ্ব চলাকালীন ‘মজলুম আদিব’ ছদ্মনামে কবিতা লিখতেন
– শামসুর রহমান।
10. বাংলাদেশের কবিদের কবি বলা হয়
– নির্মলেন্দু গুনকে।