ভাষা ও সাহিত্য (2015-06-22)

– গাড়ি চলে না, চলে না, চলে নারে… গানের গীতিকার– শাহ আব্দুল করিম।
– ‘ঠাকুরমার ঝুলি’ যে জাতিয় রচনার সংকলন– রুপকথা।
– ‘আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙ্গালি’ বলেছিলেন– ড. মুহম্মদ শহীদুল্লাহ।
– যে কবিতা রচনা করার জন্য কবি নজরুল ইসলাম কারারুদ্ব হন– আনন্দময়ীর আগমনে।
– রবীন্দ্রনাথ ঠাকুর তার যে নাটকটি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে উৎসর্গ করেন– তাসের দেশে।
– চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা- ভুসুকুপা (৮টি)।
– সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ- শ্রীকৃষ্ণকীর্তন।
– বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত- মহাজন পদাবলী নামে।