বেরোবিতে কোটার সাক্ষাৎকার রোববার, ভর্তি সোমবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের এবং তৃতীয় সাধারণ মেধা তালিকার সাক্ষাৎকার আগামী রোববার অনুষ্ঠিত হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি)

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের সহকারী পরিচালক তাবিউর রহমান প্রধান বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৭ ফেব্রুয়ারি তৃতীয় সাধারণ মেধা তালিকার এবং কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার নেয়া হবে এবং পরদিন ১৮ ফেব্রুয়ারি তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, কোনো শিক্ষার্থী যদি যথাসময়ের মধ্যে উপস্থিত হতে না পারে তাহলে সাক্ষাৎকার বাতিল বলে গণ্য হবে এবং পরে তাকে কোনো সুযোগ দেয়া হবে না।

সূত্রঃ যুগান্তর