বুধবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু

বুধবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা শুরু হচ্ছে। 
মঙ্গলবার এ খবর নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।

তিনি জানান, ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে এ বছর সিটপ্ল্যান অ্যান্ড্রয়েড অ্যাপসে জানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এজন্য কম্পিউটার সায়েন্স ‍অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ভর্তি পরীক্ষার সিটপ্লানসহ সময়সূচি সংক্রান্ত একটি ‍অ্যাপস্ তৈরি করে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দিয়েছেন।

 

Jahangir_University_logo_120512822

 

 

 


অ্যাপসটি মোবাইলে ইনস্টল করে ইউনিট ও রোল নম্বর দিলেই পরীক্ষার আসন ও সময় জানা যাবে বলে তিনি জানান।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ১৭ সেপ্টেম্বর ‘এ’ ইউনিট, ১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট,  ২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট ও ‘এইচ’ ইউনিট, ২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট ও ‘জি’ ইউনিট, ২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট এবং ২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা শুরু হবে সকাল নয়টায়। ভর্তি পরীক্ষার বিস্তারিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।