বিসিএস ও মাস্টার্সের পরীক্ষা একই দিনে বিপাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

BCS

একই দিন ও সময়ে বিসিএসের লিখিত পরীক্ষা এবং মাস্টার্সের পরীক্ষার সূচি নিয়ে বিপাকে পড়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল রোববার (২৬ জুলাই) ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করেছে পিএসসি। প্রকাশিত সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। ৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা রয়েছে।

একই দিন সকাল ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্সের ৩০টি বিষয়ের পরীক্ষাও পূর্ব নির্ধারিত রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থীরা জানান, ৩ সেপ্টেম্বর পরীক্ষা না পেছালে বিসিএস পরীক্ষায় অংশ নিতে অনেকে পারবে না। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, ওই দিনের পরীক্ষা নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।