বিশ্ব ইতিহাস (২০১৫-০১-৩১)

০১. জরথ্রুস্টবাদ কী?
উত্তরঃ পারস্যের ধর্ম।
০২. ব্যাবলিনের শূন্য উদ্যান কারা গড়ে তুলেছিল?
উত্তরঃ ক্যালডিয়রা।
০৩. হরপ্পা ও মহেঞ্জোদারো কোন সভ্যতায় অন্তর্গত?
উত্তরঃ সিন্ধু সভ্যতার।
০৪. স্পার্টা কোথায়?
উত্তরঃ গ্রিসে।
০৫. জুলিয়াস সীজার কে ছিলেন?
উত্তরঃ রোমান সম্রাট।
০৬. প্যালেস্টাইনে কোন সভ্যতা গড়ে ওঠেছিল?
উত্তরঃ হিব্রু।
০৭. সভ্যতায় হিব্রুদের সবচেয়ে বড় অবদান কোন ক্ষেত্রে?
উত্তরঃ ধর্মের ক্ষেত্রে
০৮. হেলেনিস্টিক সংস্কৃতি কোথায় গড়ে ওঠেছিল?
উত্তরঃ আলেকজান্দ্রিয়ায়।
০৯. চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কে ছিলেন?
উত্তরঃ কনফুসিয়াস।
১০. কে প্রথম চীনদেশের প্রধান বিচারপতি এবং পরে প্রধানমন্ত্রী হন?
উত্তরঃ কনফুসিয়াস (প্রাচীনতম দার্শনিক লাওৎসে)।