বিশ্ব ইতিহাস (২০১৫-০১-২৯)

০১. কোন শব্দ থেকে History শব্দটি উৎপত্তি হয়েছে?
উত্তর: গ্রিক শব্দ Historia.
০২. ইতিহাসের জনক বলা হয় কাকে?
উত্তরঃ হেরোডোটাসকে।
০৩. প্রাচীন মিসরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তরঃ নীলনদ।
০৪. হায়রোগ্লিফিক কী?
উত্তরঃ মিসরীয় লিপি বা লিখন পদ্ধতি।
০৫. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ মেসোপটেমিয়ায়।
০৬. আশেরীয়দের রাজধানী ছিল?
উত্তরঃ নিপ্পুর।
০৭. কনফুসিয়াস কে ছিলেন?
উত্তরঃ চীনের দার্শনিক প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী।
০৮. হোমার কে?
উত্তরঃ গ্রিসের অন্ধ কবি (Blind bard of Greece)।
০৯. লোহার আবিষ্কার প্রথমে কোথায় হয়?
উত্তরঃ এশিয়ার মাইনরে।
১০. দারিয়ুস কোন দেশের সম্রাট ছিলেন?
উত্তরঃ পারস্যের ধর্ম।