বিশ্বের বিখ্যাত নদ-নদী (2014-10-18)

প্রশ্নঃ বিশ্বের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ নীলনদ (এককভাবে); ৬৬৬৯ কি.মি.।
প্রশ্নঃ বিশ্বের প্রশস্ততম নদী কোনটি ?
উত্তরঃ আমাজান (দক্ষিণ আমেরিকা)।
প্রশ্নঃ কোন নদীকে চীনের দুঃখ বলা হয় ?
উত্তরঃ হোয়াংহো।
প্রশ্নঃ এশিয়ার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ ইয়াংসিকিয়াং।
প্রশ্নঃ ইউরোপের দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ ভলগা।
প্রশ্নঃ অাফ্রিকার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ নীল নদ।
প্রশ্নঃ উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ?
উত্তরঃ মিসিসিপি-মিসৌরি।
প্রশ্নঃ নীলনদ কয়টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ?
উত্তরঃ ১০টি।
প্রশ্নঃ ব্লু নীল ও হোয়াইট নীল নদের সংযোগস্থল কোন শহরে অবস্থিত ?
উত্তরঃ খার্তূম (সুদানের রাজধানী)।
প্রশ্নঃ অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদী কোনটি ?
উত্তরঃ মারে ডালিং।
প্রশ্নঃ আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে ?
উত্তরঃ দানিয়ুব নদীকে।
প্রশ্নঃ টাইগ্রিস ও ই্উফ্রেটিস নদীর পূর্ব নাম কি ?
উত্তরঃ দজলা ও ফোরাত।
প্রশ্নঃ কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় ?
উত্তরঃ আমাজান নদী ?