বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের পদার্থ বিজ্ঞান(২০১৫-০৯-২১)

০১. নভোদূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
A. অভিলক্ষ্যের উন্মেষ বড়
B. অভিনেত্রের উন্মেষ বড়
C. অবিলক্ষ্যের উন্মেষ ছোট
D. অভিলক্ষ্য ও অভিনেত্র উভয়ের উন্মেষ বড়
০২.দীর্ঘ দৃষ্টিসম্পন্ন এক ব্যক্তির স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব 50cm। পড়ার জন্য তাকে কী ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
A. + 4D
B. -4D
C. +2D
D. -2D
০৩. ভিট্রিয়াম হিউমাস ও অ্যাকুয়ার হিউমার যথাক্রমে-
A. উৎস জেলির ন্যায়
B. জেলির ন্যায় এবং তরল
C. তরল ও জেলির ন্যায়
D. উভয়ই তরল
০৪. যে ত্রুটির ফলে মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে কাছের ও দূরের বস্তু দেখার ক্ষমতা হ্রাস পায় তা হল-
A. ক্ষীণ দৃষ্টি
B. চালশের দূরদৃষ্টি
C. চালশে দৃষ্টি
D. বিষম দৃষ্টি
০৫. শরীরের Vit-D তৈরি এবং চর্মরোগের চিকিৎসা করা হয় কোন রশ্মি দ্বারা-
A. গামা রশ্মি
B. X-ray রশ্মি
C. দৃশ্যমান বর্ণালী
D. অতিবেগুনি রশ্মি
০৬. কোনটি আলোর বেগ নির্ণয়ের পদ্ধতি নয়?
A. ফুকোর পদ্ধতি
B. হ্যারিসনের পদ্ধতি
C. ফিজোর পদ্ধতি
D. রোমারের পদ্ধতি
০৭. কোনটি দ্বি-অক্ষীয় কেলাসের উদাহরণ?
A. ক্যালসাইট
B. বোরাক্স
C. টুম্যালিন
D. সবগুলো
০৮. সূর্যে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কয়টি?
A. ১০৪টি
B. ৫২টি
C. ১০০টি
D. ৫০টি
০৯. আলোর কণিকা তত্ত্ব আলোচনা করে-
A. ব্যতিচার
B. অপবর্তন
C. আলোর ঋজুগতি
D. সবগুলো
১০. বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ-
A. দীঘল তরঙ্গ
B. আড় তরঙ্গ
C. লম্বিক তরঙ্গ
D. অনুপ্রস্থ তরঙ্গ

1. A 2. C 3. B 4. C 5. D 6. B 7. A 8. D 9. C 10.