বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার শর্টকাট টেকনিক!

BCS শর্টকাটে আজ আপনাদের জন্য থাকছে বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার শর্টকাট টেকনিক । বিভিন্ন দেশের মুদ্রার নাম দিয়ে প্রায়ই BCS পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় । কিন্তু সবগুলো একসাথে মনে রাখা অনেক কঠিন , কিন্তু কিছু টেকনিক ফলো করলে অতি সহজেই আপনি মুদ্রার নাম মনে রাখতে পারেন । চলুন দেখে নেই বিভিন্ন দেশের মুদ্রার নাম মনে রাখার শর্টকাট টেকনিক
যে সকল দেশের মুদ্রার নাম দিনার
টেকনিক:– আজ তিসা ও লিবা কই ডিনার করবে?
আ=আলজেরিয়া, জ=জর্ডান, তি=তিউনিশিয়া, সা=সার্বিয়া, লি=লিবিয়া, বাহ=বাহরাইন,ক=কুয়েত,ই=ইরাক,ডিনার=দিনার।
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
টেকনিকঃ গনী মাঝির জামাই HSC পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল
গ- গায়ান ;নি- নিউজিল্যান্ড; মা- মার্কিন যুক্তরাষ্ট্র ;ঝী- জিম্বাবুয়ে ;জা- জামাইকা ;H- হংক ;S- সিংগাপুর ;C- কানাডা ;B- বেলিজ ;B- ব্রুনাই ;A- এন্টিগুয়া ও বারমুডা, অস্ট্রেলীয়া ;গেল- গ্রানাডা।
যে সকল দেশের মূদ্রার নাম ক্রোনা
ক্রোনা: স্কেন্ডেনেবিয়ার ৫টি দেশের (ফিডে আসুন) মধ্যে ৪টির মুদ্রা ক্রোনা, শুধু ফিনল্যান্ডের ইউরো।
টেকনিক:– “ফিডে আসুন”
১.ফিনল্যান্ড; ২.ডেনমার্ক;৩.আইসল্যান্ড; ৪.সুইডেন; ৫.নরওয়ে