বিজ্ঞান ও প্রযুক্তি (০১-০৪-২০১৫)

☞ ইন্টারনেটের জনক – ভিন্টন সার্ফ ।
☞ ই মেইলের জনক – র্যায়মন্ড স্যামুয়েল টমলিনসন।
☞ মাইক্রোসফটের জনক – বিল গেটস।
☞ www -এর জনক – টিম বার্নাস লি।
☞মোবাইল ফোনের জনক – মার্টিন কুপার।
☞ গুগলের জনক – সার্জেই বিন।
☞ ফেসবুকের জনক – মার্ক জুকারবার্গ।
☞ টুইটারের জনক – জ্যাক ডোরসেই।
☞ ই বুকের জনক – মাইকেল এস হার্ট।
☞ সিডি এর জনক – নোরি ও ওগো।
☞ কম্পিউটার মাউসের জনক – ডগলাস এঙ্গেলবার্ট।
☞ আধুনিক ল্যাপটপের জনক – বাল মেগারিজ।
☞ সার্চ ইঞ্জিনের জনক – এলান এমটাজ।
☞ ডিজিটাল ক্যামেরার জনক – স্টিভেন জে সিসোন।
☞ ATM-এর জনক – জন শেফার্ড ব্যারন।
☞ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা – জিমি ওয়েলস।