বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বিজ্ঞপ্তি!

 

বাংলাদেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ জন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৩ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই জন নিয়োগ দেওয়া হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০টি পদে ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে অধ্যাপক বা সহযোগী অধ্যাপক পদে সাতজন, সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে ২২ জন, প্রোগ্রামার পদে একজন, ডাক্তার পদে একজন, সহকারী প্রকৌশলী পদে একজন, ফিজিক্যাল ইন্সট্রাকটর পদে একজন, সেকশন অফিসার বা প্রশাসনিক কর্মকর্তা পদে দুজন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ছয়জন, পিয়ন পদে দুজন, ক্লিনার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ৩০ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১৩) বিজ্ঞাপনটি প্রকাশিত হয়।

uni

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২২ টি পদে ৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে প্রভাষক পদে পাঁচজন, সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে ছয়জন, কম্পিউটার প্রোগ্রামার পদে একজন, সেকশন অফিসার পদে দুজন, ফিজিক্যাল ইন্সট্রাকটর পদে একজন, রিসার্চ অফিসার পদে একজন, সহকারী খামার তত্ত্বাবধায়ক পদে একজন, উপসহকারী খামার তত্ত্বাবধায়ক পদে একজন, নার্স পদে একজন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, কম্পিউটার অপারেটর পদে দুজন, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে একজন, অফিস সহকারী পদে দুজন, ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে দুজন, ইলেক্ট্রিশিয়ান পদে দুজন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট পদে পাঁচজন, কুক পদে দুজন, এমএলএসএস পদে তিনজন, গার্ড পদে চারজন, কিচেন হেলপার পদে চারজন, সুইপার পদে তিনজন এবং ক্লিনার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোতে আবেদন করা যাবে আগামী ২৭ ডিসেম্বর-২০১৫ তারিখ পর্যন্ত।

দৈনিক ইত্তেফাক পত্রিকায় ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-৬) বিজ্ঞাপনটি প্রকাশিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক পদে দুজন নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৮ ডিসেম্বর-২০১৫।

দৈনিক প্রথম আলো পত্রিকায় ১০ ডিসেম্বর-২০১৫ তারিখে (পৃষ্ঠা-১২) বিজ্ঞাপনটি প্রকাশিত হয়।