বাক্য শুদ্ধিকরণ (২০১৪-১২-০১)

০১. তার দুচোখ অশ্রুজলে ভেসে গেল
শুদ্ধঃ তার দুচোখ অশ্রুতে ভেসে গেল।
০২. আলোচ্যমান অংশটুকু রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়ায়
শুদ্ধঃ আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথের কবিতা থেকে নেওয়া।
০৩. তার প্রদত্ত তথ্য গ্রাহ্যযোগ্র নয়।
শুদ্ধঃ তার প্রদত্ত তথ্য গ্রাহ্য নয়।
০৪. চলন্ত গাড়ি থেকে নামা অনুচিত।
শুদ্ধঃ চলমান গাড়ি থেকে নামা অনুচিত।
০৫. এই সাধক নারীর কথা কে না জানে।
শুদ্ধঃ এই সাধিকা নারীর কথা কে না জানে!
০৬. কিশোর বালিকা কাতর অভিমানে ভেঙে পড়ল।
শুদ্ধঃ কিশোরী বালিকা কাতর অভিমানে ভেঙে পড়ল।
০৭. পরপরদুবার লটারি জিতেছেন এই ভাগ্যবান মহিলা।
শুদ্ধঃ পরপর দুবার লটারি জিতেছেন এই ভাগ্যবতী মহিলা।
০৮. মিসেস জামিলা এই বাড়ির কর্তা।
শুদ্ধঃ মিসেস জামিলা এই বাড়ির কর্তী।
০৯. কী ভয়ঙ্কর সুন্দর!
শুদ্ধঃ কী মনোহর সুন্দর!
১০. এই মহান মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।
শুদ্ধঃ এই মহীয়সী মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি।