বাংলা (07-01-15)

০১. বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
ক. ইন্দো-ইউরোপীয়          খ. ইন্দো-দ্রাবিড়িয়ান      গ. আর্য          ঘ. আর্য-ইউরোপীয়
সঠিক উত্তরঃ ইন্দো-ইউরোপীয়
০২. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি ?
ক. প্রভু যিশুর বাণী        খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ            গ. মিশনারী জীবন            ঘ. ফুলমনি ও করুণার বিবরণ
সঠিক উত্তরঃ ফুলমনি করুণার বিবরণ
০৩. মহাকাব্য নয়-
ক. ইলয়ড         খ. গিলগামেশ            গ. ইনিড          ঘ. জুলিয়াস সিজার
সঠিক উত্তরঃ জুলিয়াস সিজার
০৪. বাংলা সাহিত্যে ‘গাজী মিয়া’ কে ?
ক. মীর মশাররফ হোসেন            খ. কায়কোবাদ           গ. আবুল মনসুর আহমদ              ঘ. আবুল ফজল
সঠিক উত্তরঃ মীর মশাররফ হোসেন
০৫. কোন সাময়িক পত্রটি বেশি প্রভাবশালী হয়েছিল ?
ক. দিলরুবা            খ. উত্তরণ       গ. পরিক্রম           ঘ. সমকাল
সঠিক উত্তরঃ সমকাল
০৬. “এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ,
                মরণে তাই তুমি করে গেলে দান।”
                কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছিলেন ?
ক. সত্যেন্দ্রনাথ দত্ত       খ. আশুতোষ মুখোপাধ্যায়            গ. নবীনচন্দ্রসেন          ঘ. চিত্তরঞ্জন দাস
সঠিক উত্তরঃ চিত্তরঞ্জন দাস
০৭. সমগ্র পবিত্র কোরআন বাংলা অনুবাদ করেন কে ?
ক. গোলাম মোস্তাফা                     খ. ফররুখ আহমেদ              গ. ভাই গিরিশচন্দ্র সেন               ঘ. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
সঠিক উত্তরঃ ভাই গিরিশচন্দ্র সেন
০৮. যৌতুক প্রথা প্রাধান্য পেয়েছে কোন গল্পে ?
ক. হৈমন্তী               খ. বিলাসী              গ. কোরবানী              ঘ. মহেশ
সঠিক উত্তরঃ হৈমন্তী
০৯. “ইস্তাম্বুলের যাত্রীর পত্র” গ্রন্থের রচয়িতা কে ?
ক. প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ             খ. কবি জসীম উদ্দিন    গ. কবি গোলাম মোস্তফা             ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
সঠিক উত্তরঃ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
১০. কোন কবিতাটি কাজী নজরুল ইসলামের রচিত নয় ?
ক. বিদ্রোহী
খ. ধূমকেতু
গ. ১৪০০ সাল
ঘ. পূজারিণী
সঠিক উত্তরঃ ১৪০০ সাল