বাংলা (06-01-15)

০১. অনুসর্গ কী ?
ক. শব্দ-বিভক্তি         খ. উপসর্গ           গ. ক্রিয়া-বিভক্তি         ঘ. অব্যয়
সঠিক উত্তরঃ শব্দ-বিভক্তি
০২. ‘অরণ্যে রোদন’ এর অর্থ কি ?
ক. বৃথা অনুনয়           খ. অভিনয় করা          গ. অন্দোলন করা        ঘ. কোনটিই নয়
সঠিক উত্তরঃ বৃথা অনুনয়
০৩. অবিমিশ্র শব্দের অর্থ কি ?
ক. ভেজাল                খ. মিশ্রিত          গ. বিশুদ্ধ                ঘ. গোলমেলে
সঠিক উত্তরঃ বিশুদ্ধ
০৪. যে নারীর স্বামী বিদেশে থাকে-
ক. অসূর্যস্পশ্যা           খ. অসংবৃতা               গ. বিবমিষা                  ঘ. প্রোষিতভর্তৃকা
সঠিক উত্তরঃ প্রোষিতভর্তৃকা
০৫. ‘দশ চক্রে ঈশ্বর ভূত’ এর অশুদ্ধি সংশোধন কোনটি ?
ক. দেবতা                 খ. ভগবান                গ. রাধা                        ঘ. কৃষ্ণ
সঠিক উত্তরঃ ভগবান
০৬. বিভক্তি কয়টি ?
ক. চারটি              খ. পাঁচটি                 গ. ছয়টি                    ঘ. সাতটি
সঠিক উত্তরঃ সাতটি
০৭. বসিরকে যেতে হবে কোন কারকে কোন বিভক্তি ?
ক. কর্মে সপ্তমী           খ. কর্তৃকারকে দ্বিতীয়া                      গ. করণে চতুর্থী             ঘ. সম্প্রদায়ে দ্বিতীয়া
সঠিক উত্তরঃ কর্তৃকারকে দ্বিতীয়া
০৮. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি ?
ক. গবাক্ষ                  খ. গায়ক                         গ. গবাদি                  ঘ. গবেষণা
সঠিক উত্তরঃ গায়ক
০৯. ‘শকট’ অর্থ কি ?
ক. গাড়ি                   খ. সংকট                          গ. সংশয়                 ঘ. বিপদ
সঠিক উত্তরঃ গাড়ি
১০. ‘Theological lecture’ এর পারিভাষিক অর্থ কি ?
ক. ধর্ম তত্ত্বীয় বক্তৃতা         খ. অসাড় বক্তৃতা            গ. তত্ত্বীয় বক্তৃতা           ঘ. আধ্যাত্মিক বক্তৃতা
সঠিক উত্তরঃ আধ্যাত্মিক বক্তৃতা