বাংলা (২০১৫-০১-২৩)

০১. অপসৃয়মান শব্দটির বিপরীত শব্দ কি ?
(ক) উদীয়মান
(খ) ক্ষয়মাণ
(গ) বিলীয়মান
(ঘ) বিবর্তমান
সঠিক উত্তরঃ উদীয়মান
০২. সব কটা জানালা খুলে দাও- গানটির গীতিকার কে ?
(ক) আলতাফ মাহমুদ
(খ) নজরুল ইসলাম বাবু
(গ) মুনীর চৌধুরী
(ঘ) আবউ হেনা মোস্তফা কামাল
সঠিক উত্তরঃ নজরুল ইসলাম বাবু
০৩. রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম-
(ক) ১৮৬১
(খ) ১৮৫১
(গ) ১৮৪১
(ঘ) ১৮৩৮
সঠিক উত্তরঃ ১৮৬১
০৪. শুদ্ধ বানান কোনটি ?
(ক) সমীচিন
(খ) সমীচীন
(গ) সমিচিন
(ঘ) সমিচীন
সঠিক উত্তরঃ সমীচীন
০৫. ফণিমনসা কাব্যের রচয়িতা কে ?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) আহসান হাবীব
(গ) হাসান হাফিজুর রহমান
(ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তরঃ কাজী নজরুল ইসলাম
০৬. পুষ্প এর সার্থক শব্দ নয়-
(ক) ফুল
(খ) অবনী
(গ) কুসুম
(ঘ) প্রসুন
সঠিক উত্তরঃ ফুল
০৭.পথের দাবী উপন্যাসের রচয়িতা কে ?
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) কায়কোবাদ
(গ) কাজীনজরুল ইসলাম
(ঘ) শরৎচন্দ্রচট্টোপাধ্যায়
সঠিক উত্তরঃ শরৎচন্দ্রচট্টোপাধ্যায়
০৮. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি ?
(ক) অধিকরণে সপ্তমী
(খ) অপাদানে সপ্তমী
(গ) কর্মে সপ্তমী
(ঘ) অধিকরণে সপ্তমী
সঠিক উত্তরঃ কর্মে সপ্তমী
০৯. কুলের সমীপে এর সংক্ষেপে কি ছিল ?
(ক) অনুকূল
(খ) প্রতিকূল
(গ) সমকূল
(ঘ) উপকূল
সঠিক উত্তরঃ উপকূল
১০. জসীম উদদীনের  কোন কাব্য বিভিন্ন ভাষায় অনুবাদিত হয়েছে ?
(ক) সোজন বদিয়ার ঘাট
(খ) বালুচর
(গ) নকশি কাঁথার মাঠ
(ঘ) রাখালি
সঠিক উত্তরঃ নকশি কাঁথার মাঠ