বাংলা (২০১৫-০৬-২৩)

০১. ‘মুক্তিযুদ্ধের ইতিহাস : দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
ক. আহসান হাবিব
খ. হাসান আজিজুল হক
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আবুল হাসান
উত্তর: হাসান হাফিজুর রহমান
০২. ‘হৃদয়মন্দির’ (হৃদয় রুপ মন্দির) কোস সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তর: কর্মধারয়
০৩. কোনটি ‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয়?
ক. পিক
খ. পরভৃত
গ. পরভৃৎ
ঘ. বসন্তদূত
উত্তর: পরভৃৎ
০৪. ‘শূন্যপুরান’ কার লেখা?
ক. রামকৃষ্ণ রায়
খ. রামাই পন্ডিত
গ. ময়ূরভট্র
ঘ. সীতারাম দাস
উত্তর: রামাই পন্ডিত
০৫. কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়?
ক. ১৩১৬ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯০৯ সালে
ঘ. ১৯১৬ সালে
উত্তর: ১৯০৭ সালে
০৬. ‘নামাজ’, ‘রোজা’ শব্দ দুটি বাংলা ভাষায় এসছে কোন ভাষা থেকে?
ক. ফারসি
খ. ফরাসি
গ. আরবি
ঘ. গুজরাটি
উত্তর: ফারসি
০৭. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
ক. সমীভবন
খ. পরাগত
গ. অভিশ্রুত
ঘ. বিষমীভবন
উত্তর: বিষমীভবন
০৮. ‘তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না’ এটি একটি-
ক. সরল বাক্য
খ. জটিল বাক্য
গ. যৌগিক বাক্য
ঘ. জটিল ও যৌগিকের মিশ্রন
উত্তর: যৌগিক বাক্য
০৯. ‘চিরকুমার সভা’ নাটকটির লেখক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
ঘ. আকবর উদ্দিন
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
১০. “মোদের গরব মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা।”
কবিতাংশটুকুর রচয়িতা কে?
ক. রামনিধি গুপ্ত
খ. অতুল প্রসাদ সেন
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: অতুল প্রসাদ সেন