বাংলা (২০১৫-০৬-২২)

০১. ‘লিঙ্গ’, ‘কারক’, ‘সমাস’, ‘ধাতু’ ইত্যাদি ব্যাকরনের কোন অংশে আলোচিত হয়?
ক. রূপতত্ত্বে
খ. ধ্বনিতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. বাক্য গঠনে
উত্তর: রূপতত্ত্বে
০২. ‘গো-জীবন’- এর রচয়িতা কে?
ক. মধুসূদন দত্ত
খ. মীর মশাররফ হোসেন
গ. আবুল ফজল
ঘ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
উত্তর: মীর মশাররফ হোসেন
০৩. ‘মাছের মা’ বাগধারার অর্থ-
ক. নিষ্ঠুর
খ. অত্যাচারী
গ. কপট
ঘ. নীতিহীন
উত্তর: নিষ্ঠুর
০৪. বুদ্বদেব বসু কর্তৃকক প্রকাশিত ‘কবিত’ একটি-
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. পত্রিকা
ঘ. কোনোটিই নয়
উত্তর: পত্রিকা
০৫. ‘ক্ষীয়মান’ – এর বিপরীত শব্দ কি?
ক. বৃহৎ
খ. বৃদ্বি
গ. বর্ধমান
ঘ. বৃদ্বিপ্রাপ্ত
উত্তর: বর্ধমান
০৬. ‘প্রাতরাশ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রাতঃ + আস
খ. প্রাতঃ + রাশ
গ. প্রাতঃ + আশ
ঘ. প্রাত + রাশ
উত্তর: প্রাতঃ + আশ
০৭. ‘যাযাবর কার ছদ্মনাম?
ক. অচিন্ত্যকুমার সেনগুপ্ত
খ. স্বামী কালিকানন্দ
গ. কালিপ্রসন্ন সিংহ
ঘ. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
উত্তর: বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
০৮. কোন বানানটি শুদ্ধ?
ক. মুহুর্মুহু
খ. মূহুর্মূহু
গ. মূহুর্মুহু
ঘ. মূহূর্মুহু
উত্তর: মুহুর্মুহু
০৯. ‘এলেবেলে’ নাটকটি কে রচনা করেছেন?
ক. হুমায়ুন আহমেদ
খ. রাবেয়া খাতুন
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জিয়া হায়দার
উত্তর: জিয়া হায়দার
১০. ‘রাজলক্ষী’ চরিত্রের স্ কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. তারাশংকর চট্টোপাধ্যায়
ঘ. নজরুল ইসলাম
উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়