বাংলা ও সাহিত্য (২০১৪-১২-০৫)

** ‘তামরস’ কী?
উত্তরঃ পদ্মফুল
** ‘ভালো নিজেকে জারি করে না, অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়’- এই বাক্যে ‘ভালো’ শব্দটি কোন পদ?
উত্তরঃ বিশেষ্য
** ‘সন্ধ্যা’ শব্দের বিশেষণ-
উত্তরঃ সান্ধ্য
** ‘বাঙালিরা ভাত খায়’-কোন কালের উদাহরণ?
উত্তরঃ সাধারণ বর্তমান
** সত্য বৈ মিথ্যে বলবো না। -এখানে বৈ-
উত্তরঃ অনুসর্গ
** ‘অরণ্য’- এর লিংগান্তর কী?
উত্তরঃ অনণ্যানী
** ‘বল বীর, বল উন্নত মম শির’ বাক্যটি কী?
উত্তরঃ আদেশসূচক
** ‘ধরি মাছ না ছুই পানি’-এটি হলো-
উত্তরঃ প্রবাদ বাক্য
** কোনটি শুদ্ধ?
উত্তরঃ সৌজন্য
** ‘সেরকশ’ অর্থ কী?
উত্তরঃ সবগুলো
** কুলা কোন ভাষার শব্দ ?
উত্তরঃ দেশী
** মতৈক্য শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ মত + ঐক্য
** “হয়ত তার যাত্রা এখনো শেষ হয় নাই” কোন গল্পের উক্তি-
উত্তরঃ তুলসী গাছের কাহিনী
** মহিমা শব্দের প্রত্যয় কি?
উত্তরঃ মহৎ + ইমন
** অমরাবতী শব্দের অর্থ কী?
উত্তরঃ স্বর্গ
** ‘বিড়ালের আড়াই পা’ বাগধারার অর্থ কী?
উত্তরঃ বেহায়াপনা
** কুপমণ্ডুক শব্দের অর্থ কী?
উত্তরঃ কুয়োর ব্যাঙ
** কোনটি নিত্য সমাস ?
উত্তরঃ দেশান্তর