বাংলা (২০১৪-১১-১৮)

০১. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
উত্তরঃ যথাধর্ম তথা জয়
০২. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
উত্তরঃ নিত্য সমাস
০৪. ‘চপল’-এর বিপরীত শব্দ-
উত্তরঃ গম্ভীর
০৫. ‘নিরাময়’-এর সন্ধি বিচ্ছেদ-
উত্তরঃ নির + আময়
০৬. বাংলা কবিতায় ছন্দ প্রধানত কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার
০৭. সফেদ দেয়াল কোন শব্দ?
উত্তরঃ বিশেষণ
০৮. ‘ঊর্ণাজাল’ বলতে একটি ফটোগ্রাফ কবিতায় কি বুঝান হয়েছে?
উত্তরঃ পুঞ্জীভূত স্মৃতি
০৯. ‘হেলাল’ শব্দের অর্থ কী?
উত্তরঃ চাঁদ
১০. ‘দোহাই মানা’ বাগধারার অর্থ কী?
উত্তরঃ নজির দেখানো
১১. অর্ধাঙ্গী গল্পে কনে কয়টি কুল পাড়ার কথা বলেছে-
উত্তরঃ ৬টি