বাংলা সাহিত্য (2015-04-16)

১. “কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? -এটি কার রচনা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
২. “যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার, দেখিবে না আর, নিশিথে প্রদীপ বাঁতি।”-এটি কার লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
৩. “কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ?”- কার লেখা?
উত্তর: কৃষ্ণচন্দ্র মজুমদার।
৪. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট,
মুক্তি সেখানে অসম্ভব।”- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লিখা হতো?
উত্তর: শিখা পত্রিকার।
৫. “সুরঞ্জনা ওইখানে যেয়ো নাকো তুমি।”- কোন কবি এ কথা বলেছিলেন?
উত্তর: জীবনানন্দ দাশ।
৬. “আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ।”- কোন কবির রচনা?
উত্তর: বন্দে আলী মিয়া।
৭. “এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে সেখানে আমি কাঁদতে আসিনি।” -এর রচয়িতা কে?
উত্তর : মাহবুব আলম চৌধুরী।
৮ ঠক চাচা, মতিলাল, বাঞ্ছারাম কোন উপন্যাসের চরিত্র?
উত্তর: আলালের ঘরের দুলাল।
৯. ভ্রমর, রোহিনী ও গোবিন্দলাল কোন উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র?
উত্তর: কৃষ্ণকান্তের উইল।
১০. আয়েশ ও তিলোত্তমা কোন গ্রন্থের কেন্দ্রিয় চরিত্র?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসের।