বাংলা সাহিত্য (২০১৫-০৮-২৭)

১। ‘বাংলা ভাষার ইতিবৃত্ত‘ গ্রন্থটি কার রচনা?
ক. মুহম্মদ আবদুল হাই
খ. ড. সুকুমার সেন
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. আহমদ শরীফ
২। ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কী?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. হাতে নাতে
গ. খেতে-খেতে
ঘ. আস্তে আস্তে
৩। ‘সে তোমার মাথা খেয়েছে’ এ বাক্যে মাথা খাওয়ার অর্থ কী?
ক. মস্তক কামড়ে খাওয়া
খ. সর্বনাশ করা
গ. পাগলিমা করা
ঘ. মাথায় আঘাত করা
৪। ব্রজভাষা কি?
ক. বাংলার ভাষা
খ. বৃন্দাবনের ভাষা
গ. মথুরার ভাষা
ঘ. কোনটিই নয়
৫। ‘এ ভরা বাদর মাহ ভাদরশূন্য মন্দির মোর’ কে লিখেছেন?
ক. চন্ডীদাস
খ. রবীন্দ্রনাখ
গ. বিদ্যাপতি
ঘ. জয়রাজ
৬। ‘তেইশ নম্বর তৈলচিত্র’ গ্রন্থটি কার?
ক. আলাউদ্দিন আল আজাদ
খ.রবীন্দ্রনাথ ঠাকুর
গ. প্যারিচাঁদ মিত্র
ঘ. হরিপদ দত্ত
৭। ‘শীকর’ শব্দের অর্থ কী?
ক. শিশির
খ. নীহারিকা
গ. জলকণা
ঘ. পদ্মফুল
৮। ‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?
ক. জসীম উদ্দীন
খ. তালিম হোসেন
গ. জীবনানন্দ দাশ
ঘ. সৈয়দ আলী আহসান
৯। ‘সম্পৃক্ত‘ শব্দটির সঠিক অর্থ কোনটি?
ক. সংযুক্ত
খ. আঁটবাধা
খ. অন্তর্ভুক্ত
ঘ. দুই বা তার অধিকের মিলন
১০। জসীম উদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
ক. রাখালী
খ. বালুচর
গ. ধানক্ষেত
ঘ. নকশী কাঁথার মাঠ

উত্তর : ১.গ ২.খ ৩.খ ৪.গ ৫.গ ৬.ক ৭.গ ৮.ঘ ৯.ক ১০.ক