বাংলা সাহিত্য (২০১৪-০৯-২৮)

০১. জীবননান্দ দাশ কত সালে জন্মগ্রহন করেন এবং মৃত্যুবরণ করেন?
উঃ জন্ম ১৭ই ফেব্রুয়ারি, ১৮৯৯ এবং মৃত্যু ২২শে অক্টোবর, ১৯৫৪।
০২. তাঁর জন্মস্থান কোথায়?
উঃ বরিশাল।
০৩. তাঁর আদি নিবাস কোথায়?
উঃ গাওপাড়া গ্রাম, বিক্রমপুর।
০৪. তারঁ প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু?
উঃ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণিতে এম.এ(১৯২১)।
০৫. রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে কী বলেছেন?
উঃ চিত্ররূপময় কবিতা।
০৬. তাঁর রচিত প্রবন্ধগ্রন্থের নাম কি?
উঃ কবিতার কথা।
০৭. তারঁ রচিত উপন্যাসগুলো কী কী?
উঃ মাল্যবান(১৯৭৩), সতীর্থ(১৯৭৪)।
০৮. সম্প্রতি খুঁজে পাওয়া তাঁর আরও একটি উপন্যাসের নাম কী?
উঃ কল্যাণী। (প্রকাশ: ১৯৯৯)।
০৯. তিনি কিভাবে মৃত্যুবরণ করেন?
উঃ ট্রামের নিচে পড়ে আহত হন ও পরে হাসপাতালে মারা যান।
১০. জীবনানন্দ দাশ কোন প্রত্রিকার সম্পাদনা করেন?
উঃ দৈনিক স্বরাজ পত্রিকার সাহিত্য বিভাগ।