বাংলা ও সাহিত্য (২০১৫-০১-২০)

০১. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?
(ক) ধ্বনিতত্ত্ব
(খ) রূপতত্ত্ব
(গ) বাক্যতত্ত্ব
(ঘ) অর্থতত্ত্ব
উত্তরঃ ধ্বনিতত্ত্ব
০২. কোন বানানটি শুদ্ধ?
(ক) স্বয়ত্মা
(খ) স্বায়ত্ব
(গ) স্বায়ত্ত
(ঘ) স্বায়ত্ত্ব
উত্তরঃ স্বায়ত্ত
০৩. ‘বাতুল’-এর সমার্থক শব্দ-
(ক) নির্বোধ
(খ) উন্মাদ
(গ) বেকুব
(ঘ) বাতিল
উত্তরঃ উন্মাদ
০৪. ‘ঝানু’-এর বিপরীত শব্দ-
(ক) চতুর
(খ) পটু
(গ) অপটু
(ঘ) চালাক
উত্তরঃ অপটু
০৫. ‘চতুরঙ্গ’-এর সন্ধি-বিচ্ছেদ-
(ক) চতু + অঙ্গ
(খ) চতুঃ + অঙ্গ
(গ) চতুর + অঙ্গ
(ঘ) চার + অঙ্গ
উত্তরঃ চতুঃ + অঙ্গ
০৬. ‘গম্ভীর ধ্বনি’-এর বাক্য সংকোচন-
(ক) মন্ত্র
(খ) মন্দ্র
(গ) মর্মন্তদ
(ঘ) মধুপ
উত্তরঃ মন্দ্র
০৭. ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
(ক) আরবি
(খ) ফারসি
(গ) হিন্দি
(ঘ) তুর্কি
উত্তরঃ তুর্কি
০৮. হাত-ভারি বাগধারাটির অর্থ কী?
(ক) দাতা
(খ) কম খরচ
(গ) দরিদ্র
(ঘ) কৃপণ
উত্তরঃ কৃপণ
০৯. Anatomy -শব্দের অর্থ-
(ক) সাদৃশ্য
(খ) স্নায়ুতন্ত্র
(গ) শরীরবিদ্যা
(ঘ) অঙ্গসঞ্চালন
উত্তরঃ শরীরবিদ্যা
১০. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
(ক) ১০টি
(খ) ১১টি
(গ) ৯টি
(ঘ) ৮টি
উত্তরঃ ১০টি
১১. নিচের কোনটি অল্পপ্রাণ ধ্বনি?
(ক) ঘ
(খ) ট
(গ) প
(ঘ) থ
উত্তরঃ প
১২. শব্দের বাংলা অর্থ-
(ক) বুদ্ধিমান
(খ) মননশীল
(গ) বুদ্ধিজীবী
(ঘ) মেধাবী
উত্তরঃ বুদ্ধিজীবী
১৩. কোনটি রুঢ় শব্দ ?
(ক) পাঠক
(খ) বাঁশি
(গ) পঙ্কজ
(ঘ) জলদ
উত্তরঃ বাঁশি
১৪. কোনটি স্নিগ্ধ এর বিপরীত শব্দ-
(ক) উড়ন্ত
(খ) মোলায়েম
(গ) প্রখর
(ঘ) নরম
উত্তরঃ প্রখর
১৫. মৃন্ময় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) মৃৎ + ময়
(খ) মৃৎ + অময়
(গ) মৃত + ময়
(ঘ) মৃৎ + মায়
উত্তরঃ মৃৎ + ময়