বাংলা ও সাহিত্য (২০১৪-১২-২৬)

০১. বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
(ক) আলীবর্দী খাঁ (খ) মুর্শিদ কুলি খাঁ (গ) ইসলাম খা (ঘ) আলাউদ্দিন হোসেন শাহ
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহ
০২. রামায়ণের মহিলা অনুবাদকের নাম কী?
(ক) চন্দ্রকলাবতী (খ) চন্দ্রাবতী (গ) পদ্মাবতী (ঘ) কামিনী রায়
উত্তরঃ চন্দ্রাবতী
০৩. ‘নদী ও নারী’ কার রচনা ?
(ক) কাজী আব্দুল ওয়াদুদ (খ) আবুল ফজল (গ) শামসুদ্দিন (ঘ) হুমায়ূন কবির
উত্তরঃ হুমায়ূন কবির
০৪. “A Search for Identity” বইটির লেখক-
(ক) কবীর চৌধুরী (খ) মেজর রফিকুল ইসলাম (গ) সিরাজুল ইসলাম চৌধুরী (ঘ) মেজর আব্দুল জলিল
উত্তরঃ মেজর আব্দুল জলিল
০৫. ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি?
(ক) সংবাদ (খ) ঢাকা প্রকাশ (গ) আজকের কাগজ (ঘ) ইত্তেফাক
উত্তরঃ ঢাকা প্রকাশ
০৬. ‘মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে”-চরণটি কার রচনা?
(ক) বিহারীলাল চক্রবর্তী (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) মোহিতলাল মজুমদার (ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
০৭. বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম কী?
(ক) হিতোপদেশ (খ) কথোপকথন (গ) ইতিহাসমালা (ঘ) রাজা প্রতাপাদিত্য চরিত্র
উত্তরঃ রাজা প্রতাপাদিত্য চরিত্র
০৮. ‘বিবি কুলসুম’ কার রচনা?
(ক)মোজাম্মেল হক (খ) কাজী ইমদাদুল হক (গ) মীর মশাররফ হোসেন (ঘ) ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ মীর মশাররফ হোসেন
০৯. ‘বিজয়া’ নাকটটির রচয়িতা কে?
(ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর (গ) দ্বিজেন্দ্রলাল রায় (ঘ) মীর মশাররফ হোসেন
উত্তরঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১০. ‘সত্য মিথ্যা’ ভাবানুবাদ উপন্যাসের লেখক কে?
(ক)উলাউদ্দিন আল আজাদ (খ) আবু রুশদ (গ) আবুল মনসুর আহম্মেদ (ঘ) আবুল ফজল
উত্তরঃ আবুল ফজল
১১. পল্লীকবি জসীম উদ্দীনের পল্লীর গানসমূহ সংকলিত হয়েছে কোন গ্রন্থে?
(ক)রঙিলা নায়ের মাঝি (খ) রাখালী (গ) এক পয়সার বাঁশি (ঘ) মা যে জননী কান্দে
উত্তরঃ রাখালী
১২. বাংলায় টাইপ রাইটার নির্মাণ করেন-
(ক)মুহাম্মদ আব্দুল হাই (খ) হুমায়ূন আজাদ (গ) মোস্তফা জব্বার (ঘ) মুনীর চৌধুরী
উত্তরঃ মুনীর চৌধুরী
১৩. শামসুর রাহমানের কবিতা বইয়ের নাম-
(ক)লোক লোকান্তর (খ) প্রতিদিন ঘরহীন ঘরে (গ) ভোরের নদীর মোহনায় জাগরণ (ঘ)আশার বসতি
উত্তরঃ প্রতিদিন ঘরহীন ঘরে
১৪. ‘চর্যাপদ’ কোন ধর্মালম্বীদের সাহিত্য ?
(ক)সনাতন হিন্দু (খ) সহজিয়া বৌদ্ধ (গ) জৈন (ঘ)হরিজন
উত্তরঃ সহজিয়া বৌদ্ধ
১৫. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
(ক)কবর (খ) চিঠি (গ) রক্তাক্ত প্রান্তর (ঘ) মুখরা রমনী বশীকরণ
উত্তরঃ মুখরা রমনী বশীকরণ