বাংলা ও সাহিত্য (২০১৪-১২-২০)

০১. ‘কুলায় কালস্রোতে’ কার লেখা?
(ক) সুবোধ ঘোষ
(খ) মহাশ্বেতা দেবী
(গ) ইমদাদুল হক মিলন
(ঘ) শওকত আলী
উত্তরঃ শওকত আলী
০২. কোনটি ব্যতিহার বহুব্রীহি ?
(ক)ধামাধরা
(খ)নীলকণ্ঠ
(গ) বদখত
(ঘ) কোলাকোলি
উত্তরঃ কোলাকোলি
০৩. ‘কুশপুত্তলি’ শব্দের আভিধানিক অর্থ-
(ক) কোন ব্যক্তির প্রতীক মূর্তি
(খ)কুশনির্মিত পুতুল
(গ) খেলনার পুতুল
(ঘ)কুশকার পদার্থ
উত্তরঃ কোন ব্যক্তির প্রতীক মূর্তি
০৪. কবর কবিতায় ঘুমের নুপুর বাজায় কে?
(ক)পাখিরা
(খ) ঝিঝিরা
(গ) শিলীরা
(ঘ)সবাই
উত্তরঃ ঝিঝিরা
০৫. ‘চক্ষুদান করা’ অর্থ কী?
(ক)ডাকাতি করা
(খ) চুরি করা
(গ) সেবা করা
(ঘ)দৃষ্টি দেয়া
উত্তরঃ চুরি করা
০৬. কোন শব্দটি ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ নয়?
(ক)আঁধার
(খ)তমসা
(গ) তিমির
(ঘ) নিশি
উত্তরঃ নিশি
০৭. ‘ওস্তাদ’ এর বিপরীত শব্দ কোনটি?
(ক) সাগরেদ
(খ)যম
(গ) চাকর
(ঘ)বাকর
উত্তরঃ সাগরেদ
০৮. যা অধ্যয়ন করা হয়েছে-
(ক)পঠিত
(খ)শিক্ষিত
(গ) অধীত
(ঘ)পাঠ্য
উত্তরঃ অধীত
০৯. অক্ষির সমক্ষে বর্তমান-
(ক) পরোক্ষ
(খ) প্রত্যক্ষ
(গ) চাক্ষুস
(ঘ)সমসাময়ীক
উত্তরঃ চাক্ষুস
১০. ‘তাহারেই পড়ে মনে’- কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি?
(ক) কবি স্বয়ং
(খ)কবি ভক্ত
(গ) বৃদ্ধ দাদু
(ঘ)কুললক্ষ্মী
উত্তরঃ কবি স্বয়ং
১১. কোন সময়কে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ বলা হয়?
(ক) ১২০১-১৩৫০ খ্রি.
(খ)৬০০-৯৫০ খ্রি.
(গ) ১৩৫১-১৫০০ খ্রি.
(ঘ)৬০০-৭৫০ খ্রি.
উত্তরঃ ১২০১-১৩৫০ খ্রি.
১২. হারমণি কী? সংকলক কে?
(ক)পুঁথি, আলাওল
(খ) প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
(গ) উচ্চাঙ্গ সঙ্গীত ওস্তাদ মুহম্মদ মনসুর উদ্দীন
(ঘ)প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
১৩. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
(ক)শওকত ওসমান
(খ)জহির রায়হান
(গ) শহীদুল্লাহ কায়সার
(ঘ) রশীদ করিম
উত্তরঃ রশীদ করিম
১৪. ‘আমি বিজয় দেখেছি’ –এ গ্রন্থের রচয়িতা কে?
(ক) জহির রায়হান
(খ) রফিকুল ইসলাম
(গ) এম আর আখতার রহমান
(ঘ)হুমায়ূন আজাদ
উত্তরঃ এম আর আখতার রহমান
১৫. ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়-
(ক) ১৮১৮ সালে
(খ)১৮১৯ সালে
(গ) ১৮২০ সালে
(ঘ)১৮২১ সালে
উত্তরঃ ১৮১৮ সালে