বাংলা ও সাহিত্য (২০১৪-১২-১৯)

০১. অভিধানে কোন শব্দটি আগে বসবে?
(ক) চাঁদ
(খ) চানা
(গ) চালা
(ঘ) চাঁটি
উত্তরঃ চাঁটি
০২. ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
(ক) অস্বীকার
(খ) মিথ্যা
(গ)পূর্ণাঙ্গ
(ঘ) গীবত
উত্তরঃ অস্বীকার
০৩. ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কী?
(ক)নিজের মুখ উপরে তোলা
(খ) অন্যের মুখ তুলে ধরা
(গ) নষ্ট করা
(ঘ)প্রসন্ন হওয়া
উত্তরঃ নষ্ট করা
০৪. ‘প্রাকৃত’ শব্দটির অর্থ-
(ক)প্রকৃত
(খ) যথার্থ
(গ)যা করা হয়েছে
(ঘ) স্বাভাবিক
উত্তরঃ স্বাভাবিক
০৫. কোনটি শুদ্ধ বানান?
(ক)তৃহারন
(খ) তৃহারণ
(গ) ত্রিহারণ
(ঘ)ত্রিহারণ
উত্তরঃ ত্রিহারণ
০৬. শব্দার্থ অনুসারে বাংলা ভাষার সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায়?
(ক)দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ)চার ভাগে
(ঘ)পাচঁ ভাগে
উত্তরঃ তিন ভাগে
০৭. ‘বঁধু’ হচ্ছে-
(ক)পুংলিঙ্গ
(খ) স্ত্রীলিঙ্গ
(গ) নিত্য স্ত্রীলিঙ্গ
(ঘ) উভয় লিঙ্গ
উত্তরঃ উভয় লিঙ্গ
০৮. ‘মনসামঙ্গল’ এর লেখক কে?
(ক) কৃত্তিবাস
(খ) মালাধর বসু
(গ) মানিক দত্ত
(ঘ) কানা হরিদত্ত
উত্তরঃ কানা হরিদত্ত
০৯. ‘মৈমনসিংহ গীতিকা’ কতটি ভাষায় অনূদিত?
(ক) ১০
(খ) ১৩
(গ) ২০
(ঘ) ২৩
উত্তরঃ ২৩
১০. উনিশ শতকের প্রথম মুসলিম লেখকের নাম কি?
(ক) গোলাম হোসেন
(খ) খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী
(গ) হামিদুল্লাহ খাঁ
(ঘ) মীর মশাররফ হোসেন
উত্তরঃ খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী