বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষা বর্জন অব্যাহত!

1409510332

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের হাতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের লাঞ্ছিত হওয়ার অভিযোগে ক্লাশ-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা। বুধবার দুপুর ২টার দিকে অনুষদীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত ১২ই জানুয়ারি মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা ছাত্রলীগের হাতে শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ এনে বিচারের দাবিতে টানা দশ দিন ওই অনুষদের সকল ক্লাশ-পরীক্ষা বন্ধ থাকে।
পরবর্তী কালে বুধবার অনুষদীয় সাধারণ সভায় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ ও ওই ছাত্রলীগ কর্মীদের বিচার না করা পর্যন্ত অনির্দিষ্টকাল ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ওই অনুষদের শিক্ষকরা। সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস মিয়া। এদিকে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য আরও সময় লাগবে। তবে খুব শিঘ্রই প্রতিবেদন প্রকাশ করা হবে।