বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর নিয়োগ বিজ্ঞপ্তি

বিভিন্ন পদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা করেছে বাংলাদেশ কারিগিরি শিক্ষা বোর্ড।

০১. পদের নাম: বিশেষঞ্জ (গবেষণা)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কারিগরি বা প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ পাঠ্যক্রম প্রণয়ন ও উন্নয়ন কাজের ক্ষেত্রে ১০(দশ) বৎসরের অভিজ্ঞতা।

০২. পদের নাম: সহকারী প্রোগ্রামার
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফলিত পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, পরিসংখ্যান, বাণিজ্য, অর্থনীতি, সমাজ বিজ্ঞান বা ব্যবসায় প্রশাসন এ স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি। প্রোগ্রামিং এর জন্য স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অনুমোদিত কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হইতে হইবে।

০৩. পদের নাম: সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অথবা ইলেট্রনিক্স স্নাতক (প্রকৌশল) ডিগ্রি।
প্রোগ্রামিং এর জন্য স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

০৪. পদের নামঃ সহকারী বিশেষজ্ঞ
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কারিগরি বা প্র্কৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কারিগরি শিক্ষা ক্ষেত্রে ইন্সট্রাক্টর বা সমমানের পদে ৫ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা।

০৫. পদের নাম: সহকারী বিশেষজ্ঞ (লাণর্িং ম্যাটেরিয়ালস ডেভেলপমেন্ট)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কারিগরি বা প্র্কৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ কারিগরি শিক্ষা ক্ষেত্রে ইন্সট্রাক্টর বা সমমানের পদে ৫ বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা।

০৬. পদের নাম: কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ ৫ (পাঁচ) বৎসরের অভিজ্ঞতা এবং তথ্য ও কম্পিউটার প্রযুক্তি (আইসিটি) ব্যবহারের দক্ষতা থাকতে হবে।

০৭. পদের নাম: ইরফরমেশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। আইসিটি ব্যবহারে দক্ষতা, ইন্টারনেট, ই-মেইল ও অন্যান্য অনলাইন কার্যক্রম, জনসংযোগ কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

০৮. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)
শিক্ষাগত যোগ্যতা: সিভিল টেকনোলজিতে ১ম শ্রেণিসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

০৯. পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ১ম শ্রেণিসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

১০. পদের নাম: প্রুফ রিডার
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কারিগরি বা প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।

আবেদন পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদন আগামী ৩০-০৪-২০১৭ তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে: