বাংলাদেশের যাদুঘর (2014-10-21)

বরেন্দ্র যাদুঘরঃ
অবস্থানঃ রাজশাহী
অন্যান্য তথ্যঃ ১৯১০ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের প্রথম যাদুঘর।
জাতীয় যাদুঘরঃ
অবস্থানঃ শাহবাগ, ঢাকা।
অন্যান্য তথ্যঃ ৭ আগস্ট ১৯১৩ সালে ‘ঢাকা যাদুঘর’ নামে উদ্বোধন করা হলেও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২৫ আগস্ট ১৯১৪ সালে। ১৯৮৩ সালে এটি জাতীয় যাদুঘরে রূপান্তরিত হয়।
আহসান মঞ্জিল যাদুঘরঃ
অবস্থানঃ ইসলামপুর, ঢাকা।
অন্যান্য তথ্যঃ ১৮৭২ সালে প্রতিষ্ঠিত আহসান মঞ্জিল কে ১৯৯২ সালে যাদুঘরে রূপান্তর করা হয়। এর অপর নাম ঢাকা মহানগর যাদুঘর।
ঢাকা নগর যাদুঘরঃ
অবস্থানঃ ঢাকার নগর ভবনে (ফনিক্স রোডে)
অন্যান্য তথ্যঃ ২০ জুলাই, ১৯৯৬ সালে ঢাকা নগর সম্পর্কিত এ যাদুঘর প্রতিষ্ঠিত হয়।
লালন যাদুঘরঃ
অবস্থানঃ কুষ্টিয়া
অন্যান্য তথ্যঃ ১৯৭৯ সালে এ যাদুঘর প্রতিষ্ঠিত হয়।
নূর মঞ্জিল যাদুঘরঃ
অবস্থানঃ সিলেট
বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরঃ
অবস্থানঃ বঙ্গবন্ধু ভবন বাড়ি #১০, রোড# ৩২ ধানমন্ডি, ঢাকা।
মুক্তিযুদ্ধ যাদুঘর:
অবস্থানঃ সেগুনবাগিচা, ঢাকা।
শহীদ বুদ্ধিজীবি স্মৃতি যাদুঘরঃ
অবস্থানঃ রায়ের বাজার  বধ্যভূমি, ঢাকা
গান্ধী স্মৃতি যাদুঘরঃ
অবস্থানঃ বেগমগঞ্জ, নোয়াখালী
মুদ্রা যাদুঘরঃ
অবস্থানঃ মতিঝিল, বাংলাদেশ ব্যাংক, ঢাকা