বাংলাদেশের জাদুঘর

*** শিল্পাচার্য জয়নুল আবেদীন জাদুঘর অবস্থিত – সোনারগাঁয়ে (এক মাত্র লোক শিল্প জাদুঘর)।
*** একমাত্র প্রাণী জাদুঘর অবস্থিত – ঢাকার মিরপুর চিড়িয়াখানায়।
*** বাংলাদেশ সামরিক জাদুঘরটি অবস্থিত – ঢাকা সেনানিবাসে।
*** দেশের একমাত্র পুলিশ জাদুঘরটি অবস্থিত – ঢাকার পুলিশ হেড কোয়ার্টারে।
*** চা জাদুঘর অবস্থিত – শ্রীমঙ্গল।
*** কৃষি জাদুঘর অবস্থিত – কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।
*** ক্রিকেট জাদুঘর অবস্থিত – ঢাকায়।
*** স্কাউট জাদুঘর অবস্থিত – মৌচাক, গাজীপুর।
*** ‘দুবলার চর’ অবস্থিত – সুন্দরবনের দক্ষিণে।
*** ‘দুবলার চর’ বিখ্যাত – মৎস আহরণ, শুটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য।
*** ‘চর শ্রীজনী’ ও ‘চর শাহবনী’ অবস্থিত – হাতিয়ায়।
*** ‘চর নিজাম’ ‘চর জংলী’ ‘চর মনপুরা’ ‘চর জহির উদ্দিন’ ‘চর ফয়েজ উদ্দিন’ অবস্থিত – ভোলা জেলায়।