বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘সামার ২০১৯ টার্মে’ চার বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স বিএসসি (কৃষি/ফিশারিজ/কৃষি অর্থনীতি) ও পাঁচ বছর মেয়াদি ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmrau.edu.bd) ও নোটিশ বোর্ডে ভর্তি পরীক্ষার ফলাফল দেখা যাবে। এর আগে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ৩৩০টি আসনের বিপরীতে এ বছর পাঁচ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম জানান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। তিনি সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, বিভিন্ন অনুষদের ডিন ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।