প্রশ্ন ফাঁস : জনতা ব্যাংকের নিয়োগ পরীক্ষার কার্যক্রম স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষার ফলাফল ও কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া জানান, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটির সিনিয়র অফিসার পদে নিয়োগের লিখিত পরীক্ষা গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়। যার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

এদিকে গত শুক্রবার (১৯ মে) অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।

সূত্র: জাগোনিউজ২৪ডটকম