প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শিক্ষাবৃত্তি

বৃত্তিকী বৃত্তি : প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি।

কারা দেবে : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

কারা পাবে : ২০১৫ সালের পিএসসি, জেএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমানে ষষ্ঠ শ্রেণি, নবম শ্রেণি অথবা পাবলিক বিশ্ববিদ্যালয় বা পাবলিক মেডিক্যাল কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরতরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর অভিভাবককে অবশ্যই প্রবাসী কর্মী হতে হবে। যেসব কর্মী প্রবাসে মারা গেছেন, তাঁদের সন্তানরা জিপিএ ৪ পেলেও আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা : পিএসসি উত্তীর্ণদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রতি মাসে ৭০০ টাকা হারে তিন বছর বৃত্তি দেওয়া হবে। জেএসসি উত্তীর্ণদের নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত দুই বছর মাসিক এক হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণদের চার বা পাঁচ বছর মেয়াদে মাসে দুই হাজার টাকা হারে বৃত্তি দেওয়া হবে। মাসিক বৃত্তির পাশাপাশি বছরে এককালীন পিএসসি উত্তীর্ণদের দেড় হাজার টাকা, জেএসসি উত্তীর্ণদের দুই হাজার টাকা এবং এইচএসসি উত্তীর্ণদের তিন হাজার টাকা দেওয়া হবে।

আবেদনের নিয়ম : আবেদনের নিয়ম এবং আবেদন ফরম পাওয়া যাবে http://bit.ly/wewb2016 বিনি২০১৬ লিংকে।

আবেদনের শেষ তারিখ : ২৯ ফেব্রুয়ারি।

সূত্র: কালের কণ্ঠ