প্যানেলভূক্ত শিক্ষকদের নিয়োগপত্র ডাকযোগে পাঠানো হচ্ছে

যশোরের আট উপজেলায় সদ্য জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫শ ৪৩ জন শিক্ষক নিয়োগ পাচ্ছেন। জেলায় ১২ শ ১২ জন প্যানেলভূক্ত শিক্ষকদের মধ্যে এ নিয়ে ২ বারে ৮ শ ৪৫ জন শিক্ষক নিয়োগ পেলেন। বাকি ৩ শ ৬৭ জনকে আগামীতে নিয়োগ দেয়া হবে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত নিয়োগপত্র ডাকযোগে প্যানেলভূক্তদের ঠিকানায় পাঠানো হয়েছে। ২৬ জুন থেকে এক মাসের মধ্যে নির্বাচিতরা নিয়োগপ্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে পারবেন।

এ বছর যশোর সদর উপজেলায় ১১০, শার্শায় ৩৯, ঝিকরগাছায় ৫০, অভয়নগরে ৪২, বাঘারপাড়ায় ২৭, চৌগাছায় ৬৬, কেশবপুরে ৮০ ও মনিরামপুরে ১২৫ জন নিয়োগ পাচ্ছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী জানান, সরকার আগামীতে প্যানেলভূক্ত শিক্ষক নিয়োগ দিলে অবশিষ্ট ৩ শ ৬৭ জনকে নিয়োগ দেয়া হবে। তিনি আরও জানান, রেজিষ্টার্ড থেকে সরকারী হওয়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা ছিল। এখন থেকে প্রতিটি স্কুলে পাঁচজন করে শিক্ষক থাকবেন। ফলে শিক্ষার্থীদের পাঠদানে আর কোন সমস্যা থাকবে না।