পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০১৯ সালের বহিরাগত ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আগামী ২৮ এপ্রিল ২০১৯ তারিখ থেকে।

বয়স সীমা:  ০১ এপ্রিল ২০১৯ তারিখেসাধারণ কোটার প্রার্থীদের বয়স ১৯ হতে ২৭ বৎসর এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে ১৯ হতে ৩২ বৎসর। এসএসসি/সমমান সার্টিফিকেটে উল্লিখিত জন্মতারিখই চুড়ান্ত বলে  গণ্য হবে।  শুধু অবিবাহিত নারী ও পুরুষরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নুন্যতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শারীরিক যোগ্যতা: 

(ক)পুরুষ প্রার্থীদের(সকল কোটা) জন্য উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।

(খ)নারী প্রার্থীদের জন্য সব কোটায় উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে।

প্রার্থীদের ওজন উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারণ করা হবে।

শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার স্থান ও তারিখ:

রেঞ্জ/বিভাগ তারিখ স্থান
ঢাকা ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ ঢাকা জেলা পুলিশ লাইন্স মিলব্যারাক, ঢাকা
ময়মনসিংহ ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স ময়মনসিংহ
চট্রগ্রাম ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ সিএমপি পুলিশ লাইন্স, চট্রগ্রাম
রাজশাহী ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ রাজশাহী জেলা পুলিশ লাইন্স, রাজশাহী
রংপুর ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ রংপুর জেলা পুলিশ লাইন্স, রংপুর
খুলনা ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনা
বরিশাল ২৮ এপ্রিল – ৩০ এপ্রিল ২০১৯ বরিশাল জেলা পুলিশ লাইন্স, বরিশাল
সিলেট ২৮ এপ্রিল – ২৯ এপ্রিল ২০১৯ সিলেট জেলা পুলিশ লাইন্স, সিলেট

 

শরীরিক পরীক্ষার দিন প্রার্থীদের সঙ্গে যা যা আনতে হবে:

ক) শিক্ষাগত যোগ্যতার সনদপএ/সাময়িক সনদপত্রের মূলকপি।

খ)সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূলকপি।

গ) স্থায়ী নাগরিকত্বের সনদপএ।

ঘ)জাতীয় পরিচয়পএ, যদি না থাকে সেক্ষেত্রে পিতা/মাতার জাতীয় পরিচয়পএ।

ঙ) ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

চ) মুক্তিযোদ্ধার সনদপএ।

ছ) কম্পিউটার প্রশিক্ষনের মূল সনদপএ।

বেতন ও সুযোগ-সুবিধা:

সাফল্যজনকভাবে মৌলিক প্রশিক্ষন সমাপ্তির পর ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের দশম গ্রেড অনুযায়ী ১৬০০০-৩৮৬৪০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

এ ছাড়া রয়েছে ট্রাফিক ভাতা, বিনা মূল্যে পোশাক, ঝুঁকি ভাতা, স্বল্প মূল্যে রেশন ও চিকিৎসা সুবিধা। থাকবে নিয়মানুযায়ী উচ্চ পদে পদোন্নতিসহ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ।

 

Bangladesh Police Sub Inspector SI job circular 2019