পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৪০ করা হবে!

19-DAME-AND-DEAF-STUDENTS-H.S.C-EXAM.ASHOK_

পাবলিক পরীক্ষায় পাস নম্বর ৪০ করার চিন্তা-ভাবনা করছে সরকার। এক্ষেত্রে বর্তমান পাস নম্বর ৩৩ থেকে এক লাফে ৪০ করা হবে না। চার ধাপে পর্যায়ক্রমে ৪০ করা হবে। দীর্ঘদিন ধরে চলে আসা নিয়ম অনুযায়ী পাবলিক পরীক্ষায় প্রতিটি ১০০ নম্বরের বিষয়ে পাস মার্ক ৩৩। এটা বাড়িয়ে প্রথম বছরে ৩৫ করা হবে। অতঃপর ৩৭, তারপর ৩৯ ও পরের বছর থেকে ৪০ করা হবে।?

শিক্ষা সচিব মোঃ নজরুল ইসলাম খান এ পরিকল্পনার কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, হঠাৎ বাড়ালে পাসের হারে প্রভাব পড়তে পারে। তাই চার ধাপে পর্যায়ক্রমে ৪০ করার চিন্তা-ভাবনা করছি। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে শিক্ষাবিদ এবং শিক্ষকদের মতামত নেয়ার জন্য ওয়ার্কশপ ও সেমিনার করা হবে। শিক্ষা সচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই করে দেখা হবে এমসিকিউ ও রচনামূলক অংশে কারা কত পেয়ে পাস করেন। গত কয়েক বছরের পরীক্ষায় যারা পাস করেছেন, তাদের মধ্যে সর্বনিম্ন নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কত, তা জানতে হবে। এ সংখ্যা নিয়ে গবেষণা করতে হবে।