পাঁচ লাখ টাকার বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন!

প্রায় পাঁচ লাখ টাকার বিনিময়ে এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার চুক্তির অভিযোগে ঢাবির এক ছাত্রসহ দুজনকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রাশসন।

du1

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ ও জগন্নাথ হলের আবাসিক শিক্ষার্থী জয়দেব নাথ দত্ত ও তার বন্ধু পার্থ প্রদীপ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বুধবার দুপুরে জগন্নাথ হল থেকে তাদের আটক করা হয়েছে বলে ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, শুক্রবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা সামনে রেখে জালিয়াত চক্র তৎপরতা শুরু করেছে বলে আমরা গোপন সূত্রে জানতে পারি। এর প্রক্ষিতে জগন্নাথ হল থেকে ওই দুজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে এক ভর্তিচ্ছুর সঙ্গে ৪লাখ ৭০হাজার টাকার বিনিময়ে পরীক্ষার আগে প্রশ্নপত্র দেওয়ার চুক্তি করার অভিযোগ পাওয়া গেছে। আটকদের শাহবাগ থানায় দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে প্রক্টর জানিয়েছেন।