পরীক্ষা ছাড়াই শাবিতে ভর্তি হতে পারবেন যারা

শাহজালাল বিশ্ববিদ্যালয়

লিখিত বা মৌখিক পরীক্ষা ছাড়াই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তির সুযোগ পাচ্ছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

তবে এ সুযোগ সবার জন্য নয়। যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াড এবং অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ পদকপ্রাপ্ত শুধু তারাই পছন্দের বিষয়ে ভর্তির সুযোগ পাবেন।

এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি প্রফেসর নারায়ণ সাহা। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ভর্তি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।