নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন (২০১৪-১২-১৮)

০১. কোন মহাদেশে বিশ্বব্যাংকের ব্যাপক ব্যর্থতার ফসল হিসেবে উদ্ভব ঘটে সুশাসনের ধারণার ?
(ক) এশিয়া
(খ) আফ্রিকা
(গ) দ. আমেরিকা
(ঘ) অস্ট্রেলিয়া (ওশোনিয়া)
উত্তরঃ আফ্রিকা
০২. দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক কিরূপ ?
(ক) বিপরীতমুখী
(খ) আঙ্গিক
(গ) একমুখী
(ঘ) কোনটিই নয়
উত্তরঃ বিপরীতমুখী
০৩. গণতন্ত্রের মূলমন্ত্র নিচের কোনটি?
(ক) সাম্য
(খ) বাক স্বাধীনতা
(গ) ধর্মীয় স্বাধীনতা
(ঘ) জনগণের বিশ্বাস
উত্তরঃ সাম্য
০৪. বিশ্ব ব্যাংক চিহ্নিত সুশাসনের সূচক কয়টি?
(ক) ৪টি
(খ) ৫টি
(গ) ৬টি
(ঘ) ৭টি
উত্তরঃ ৬টি
০৫. জনগণের চোখ দিয়ে রাষ্ট্রকে দেখাই হচ্ছে-
(ক) গণতন্ত্রের মূলতন্ত্র
(খ) সমাজতন্ত্রের মূলতন্ত্র
(গ) সু-শাসনের মূলতন্ত্র
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ গণতন্ত্রের মূলতš
০৬. পেশাগত দিক থেকে মূল্যবোধ কত প্রকার ?
(ক) ৬ প্রকার
(খ) ৭ প্রকার
(গ) ৮ প্রকার
(ঘ) ৪ প্রকার
উত্তরঃ ৮ প্রকার
০৭. সুশাসনের চাবিকাঠি বলা হয় নিচের কোনটিকে?
(ক) জবাবদিহিতাকে
(খ) স্বাধীনতাকে
(গ) সচেতনতাকে
(ঘ) ধর্মীয় জ্ঞানকে
উত্তরঃ সচেতনতাকে
০৮. সাধারণভাবে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা কয়টি?
(ক) ২২টি
(খ) ২৩টি
(গ) ২১টি
(ঘ) ২০টি
উত্তরঃ ২২টি
০৯. সুশাসনের মূল রাজনৈতিক বৈশিষ্ট্য নিচের কোনটি?
(ক) রাজনৈতিক হস্তক্ষেপ মুক্তকরণ
(খ) অংশ গ্রহণমূলক পদ্ধতি
(গ) সরকার ও বিরোধী দলের সহবস্থান নির্ণয়
(ঘ) রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস সৃষ্টি।
উত্তরঃ অংশ গ্রহণমূলক পদ্ধতি
১০. দেশ শাসনের প্রদান উপাদান কয়টি?
(ক) ৪টি
(খ) ৩টি
(গ) ২টি
(ঘ) ৫টি
উত্তরঃ ৩টি