নীল বিদ্রোহ

০১. নীল বিদ্রোহের অবসান ঘটে কত সালে?
উঃ ১৮৬০ সালে।
০২. নীলকরদের অত্যাচারের কাহিনী অবলম্বনে ‘নীল দর্পণ’ নাটক কে রচনা করেন?
উঃ দীনবন্ধু মিত্র।
০৩. ইংল্যান্ডে শিল্প বিপ্লব কোন শতকে সংঘটিত হয়?
উঃ আঠারো শতকের শেষের দিকে।
০৪. নীল চাষে কাদের বিশেষ কোন দায়িত্ব ছিল না?
উঃ নীলকর সাহেবদের।
০৫. নীল বিদ্রোহ ছিল-
উঃ চাষীদের নীল চাষের বিরুদ্ধে ইংরেজ বণিকদের বিদ্রোহ।
০৬. বাংলায় কত বছর পর্যন্ত নীল চাষ অব্যাহত থাকে?
উঃ প্রায় ১০০ বছর।
০৭. নীল চাষীরা বিদ্রোহের জন্য গঠন করেছিল কী?
উঃ লাঠিয়াল এবং বরকন্দাজ বাহিনী।