নন-এমপিও শিক্ষকদের বেতন নিয়ে হাইকোর্টে রুল

এমপিওভুক্ত স্কুল-কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নন-এমপিও শিক্ষকদের বেতনভাতা না দেয়ার সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোকলেছুর রহমান।