বাংলাদেশী শিক্ষার্থীদের থাইল্যান্ডে স্কলারশীপসহ পোস্টগ্রাজুয়েট অধ্যয়নের সুযোগ

থাইল্যান্ডের কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউট (Chulabhorn Graduate Institute) কর্তৃপক্ষ স্কলারশীপ সহ পোস্ট-গ্রাজুয়েট অধ্যয়নের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহবান করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়। স্কলারশীপটি মূলত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য।

Scholar ship

কুলাভর্ণ গ্রাজুয়েট ইন্সটিটিউট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত। সেদেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠগুলোর মধ্যে এটি অন্যতম। বিশ্বব্যাপী টেকসই উন্নয়নের জন্য কার্যবকর ও চিন্তাশীল মানবসম্পদ উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এ ইন্সটিটিউট। প্রতিষ্ঠার পর থেকেই মানসম্মত শিক্ষা প্রদানের মা্ধ্যমে থাইল্যান্ডের শিক্ষা জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে প্রতিষ্ঠানটি।

বৃত্তির সংখ্যা: মোট দশজন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় পড়ালেখা করার সুযোগ পাবে ।

যোগ্যতা:
• আগ্রহী প্রার্থীর বয়স ত্রিশ অথবা তার কম হতে হবে। কোন অবস্থাতেই ত্রিশের বেশী হওয়া চলবে না।
• প্রার্থীর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। এবং সিজিপিএ কমপক্ষে ৩.০০ থাকতে হবে ।
• কমপক্ষে এক বছরের সায়েন্টিফিক ল্যাবরেটরী রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে ।
• আইএলটিএস অথবা টোফেল এ ন্যুনতম স্কোর থাকতে হবে ।

বৃত্তির বিষয়:
• এনভায়রনমেন্টাল হেলথ
• এনভায়রনমেন্টাল টক্সিকোলজী
• কেমিক্যাল বায়োলজী

বৃত্তির বিবরণ:
• সকল টিউশন ফি
• অন্যান্য একাডেমিক ফি
• রাউন্ডট্রিপ এয়ার টিকেট
• আবাসন ব্যবস্থা
• মাসিক স্টাইপেন্ড
• চিকিৎসা ভাতা

বৃত্তির মেয়াদ: দুই বছরের জন্য এ বৃত্তি দেয়া হবে ।

আবেদননের নিয়ম: আবেদন পত্র ও আবেদন করার জন্য বিস্তারিত নির্দেশনা নিচের লিংকে পাওয়া যাবে
http://www.moedu.gov.bd/index.php?option=com_docman&task=doc_download&gid=7470&Itemid=