ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি: আটক ১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে জালিয়াতির সময় এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষা চলাকালে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে আটক মেহিদি হাসান অয়নের রোল নম্বর ২০৬৩৩।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী জানান, অন্তর্বাসের মধ্যে লুকিয়ে রাখা একটি মোবাইল ফোন থেকে বিশেষ ধরণের একটি ডিভাইস দিয়ে বাইরে থেকে পরীক্ষার উত্তর নিচ্ছিল ওই পরীক্ষার্থী। এসময় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
প্রক্টর জানান, ওই শিক্ষার্থী জানিয়েছে সে এক লাখ টাকার বিনিময়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী ফারুক হোসেনের সঙ্গে পরীক্ষায় জালিয়াতির চুক্তি করে। সেই অনুযায়ী বাইরে থেকে মোবাইল ফোন উত্তর দিচ্ছিল ফারুক। বিশেষ ধরণের ডিভাইসটি সে কিনেছে রাজধানীর কারওয়ান বাজার থেকে।
প্রক্টর আমজাদ আলী জানান, আটক শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হবে।