ডিগ্রি পরীক্ষায় পাসের হার ৭১.৪৯ %

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গড় পাসের হার ৭১.৪৯ শতাংশ। সোমবার রাত ৮টায় এ ফলাফল প্রকাশিত হয়।

জাতীয়-বিশ্ববিদ্যালয়

পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারী ফল www.nu.edu.bdwww.nubd.info ওয়েবসাইট থেকে জানা যাবে। যে কোনো মোবাইল থেকে sms করেও ফল জানা যাবে।

এ ক্ষেত্রে message অপশনে গিয়ে nu deg roll  লিখে ১৬২২২ নম্বরে sms করতে হবে।

এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক লাখ ৮ হাজার ৩৫৭ জন। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৮ হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। এ ছাড়া শুধু পাস করেছেন ১৪৮ জন।

এ ছাড়াও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। একই সঙ্গে ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফলও প্রকাশ করা হয়।

এবছর ১৮ এপ্রিল থেকে ২০১৫ থেকে জুনের ২০ তারিখ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ৬৮১ কেন্দ্রে ১৬৮১টি কলেজে সর্বমোট ৫,৩২,০৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে।