আজ পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি), মাদ্রাসা শিক্ষার্থীদের ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা বোর্ডের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে মঙ্গলবার দুপুরে। রীতি অনুসারে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মঙ্গলবার সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেবেন। এরপর সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে জেএসসি-জেডিসির ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আর প্রাথমিক ও ইবতেদায়ীর ফল নিয়ে মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সংবাদ সম্মেলন হবে বেলা সাড়ে ১২টায়।

 জেএসসি ও জেডিসি পরীক্ষার রেজাল্ট http://www.educationboardresults.gov.bd/lite/index.php এই লিংকটি পাওয়া যাবে। এবং পিএসসি রেজাল্ট http://www.dperesults.com/search/label/PSC%20Result  পাওয়া যাবে।