জাপানে উচ্চশিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনার

ড্যাফো্ডিল জাপান আইটি (ডিজেআইটি) ৯ অক্টোবর ২০১৫ (শুক্রবার) বিকেল ৪ টায় জাপানে বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও চাকরির পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের সুযোগ এবং সম্ভাবনা নিয়ে একটি সেমিনারের আয়োজন করতে যাচ্ছে। উক্ত সেমিনারে যেকোনো বিভাগের এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। সেমিনারের প্রতিপাদ্য বিষয়ঃ “Study-Work-Settle in Japan”।
ড্যাফোডিল-জাপান-আইটিউক্ত সেমিনারের প্রধান আলোচক হিসেবে  উপস্থিত থাকবেন ইউনিটাস ন্যাংগুয়েজ স্কুল, জাপান এর প্রিন্সিপাল “কাজোহিকু ইউয়েডা” এবং ড্যাফোডিল জাপান আইটির ব্যবস্থাপনা পরিচালক তরু ওকাজাকি। সেমিনারটি ড্যাফোডিল ইন্টারন্যাশনার ইউনিভার্সিটি, ব্যাঙ্কুয়েট হল, লেভেল-৮, ৪/২, সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা তে অনুষ্ঠিত হবে।

ইভেন্ট লিঙ্কঃ https://www.facebook.com/events/1607086719553210/। রেজিস্ট্রেশন লিঙ্কঃ http://djit.ac/japan_reg/। সেমিনার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৮৪৭১৪০১১১ ও ০১৮৪৭১৪০১১০ নম্বরে।