জাপানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের পছন্দমত বিষয়ে পড়ার সুযোগ

জাপান সরকার হনশু ইন্টারন্যাশনাল স্কলারশীপের অধীনে মাস্টার্স তথা স্নাতকোত্তর পড়ার জন্য বিদেশী শিক্ষার্থীদের থেকে আবেদন পত্র আহবান করেছে।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জাপানের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে  নিজের পছন্দমত বিষয়ে পড়তে পারবে। মোট ২০ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেয়া হবে। এক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে । কোর্স শুরু হবে আগামী বছরের এপ্রিল মাসে।  আবেদন করার শেষ তারিখ ৩১ অক্টোবর, ২০১৫।

photo-11-11-24-14-34-36

বৃত্তির বিষয়:
আগ্রহী প্রার্থী পছন্দ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে আছে এমন যে কোন বিষয়ে পড়তে পারবে।

কোর্স লেভেল: মাস্টার্স
বৃত্তি প্রদানকারী: হনশু ইন্টারন্যাশনাল স্কলারশীপ ফাউন্ডেশন।

যোগ্যতা:

  • আগ্রহী প্রার্থীর জন্ম তারিখ ৩১ মার্চ, ১৯৮৫ এর পূর্বে হওয়া চলবে না।
  • প্রার্থীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বিশদ জ্ঞানের অধিকারী হতে হবে।
  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
  • শিক্ষাজীবনের কোন পর‌্যায়ে দ্বিতীয় শ্রেণী অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে ।
  • জাপানিজ ভাষায় দক্ষতা থাকতে হবে ।

বৃত্তির সংখ্যা: অনধিক ২০।
বৃত্তির মেয়াদ: ২ বছর।

বৃত্তির বর্ণনা: 

  • সকল একাডেমিক ও টিউশন ফি
  • আবাসন ব্যবস্থা
  • চিকিৎসা ভাতা
  • অভ্যন্তরীণ যাতায়াত ভাতা
  • রাউন্ড ট্রিপ এয়ার টিকেট
  • মাসিক ভাতা

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে প্রদত্ত তথ্য অনুযায়ী প্রাথমিক বাছাই করা হবে। পরবর্তীতে বাছাইকৃত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে ভাইবার মাধ্যমে চুড়ান্ত ভাবে নির্বাচন করা হবে।

বৃত্তি সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য নিচের লিংক ব্রাউজ করুন-http://hisf.or.jp/english/sch-f/index.html