জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে ২৯টি বিষয়ে সারাদেশে ৪১৭টি কলেজের ২ লাখ ২৫ হাজার ৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

National-University1

প্রকাশিত ফলাফল মঙ্গলবার রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info তে জানা যাবে। এছাড়া যে কোন মোবাইল থেকে Message অপশনে গিয়ে  nu<space>hp2<space>Roll লিখে 16222 নম্বরে Send করেও ফলাফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিশ^বিদ্যালয় কর্তৃক ঘোষিত ক্র্যাশ প্রোগ্রামের অংশ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী ৩ মাসের মধ্যেই এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। ক্র্যাশ প্রোগ্রাম অনুযায়ী ইতোমধ্যে ২০১৪ সালের অনার্স ১ম বর্ষ, ২০১৩ সালের অনার্স ৩য় বর্ষ, ২০১৩ সালের অনার্স ৪র্থ বর্ষ এবং ২০১৩ সালের ডিগ্রী পাস পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব ও ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা চলছে। এসব পরীক্ষার ফলাফলও যথাসময়ে প্রকাশ করা হবে।